ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 ‘ভারত ও বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২২:১০, ৪ সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের আগে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক খুব মধুর। আমাদের মধ্যে অবশ্য বেশ কিছু সমস্যাও রয়েছে। তবে ইমিমধ্যেই অনেক সমস্যার সমাধান করে ফেলেছি আমরা। আমার মনে হয়, ভারত ও চিনের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। যদি প্রতিবেশী দেশগুলির মধ্যে সমস্যা হয়, তবে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করে নেওয়া উচিত। এটিই সবথেকে গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন, ‘আমাদের বিদেশনীতি অত্যন্ত স্পষ্ট। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। কারও সঙ্গেই আমরা বিদ্বেষ চাই না। যদি কোনও সমস্যা হয়, তবে তা চিন ও ভারতের মধ্যে হয়েছে। আমরা এর মাঝে নাক গলাতে চাই না। আমি নিজের দেশের উন্নয়নের উপর নজর রাখতে চাই।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমি সবসময়ই প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এসেছি। আমি মনে করি আমাদের এই বন্ধুত্ব প্রতিফলিত হয় দুই দেশের নাগরিকদের আন্তরকিতার মধ্যে দিয়ে। আমি সব সময় বলি যে আমাদের একটাই শত্রু। সেটা হলো দারিদ্র্য। তাই আসুন একসাথে কাজ করি।’

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি